ফেনী সীমান্তে পুলিশ ও বিজিবির তল্লাশি-টহল জোরদার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম ও টহল জোরদার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সীমান্তজুড়ে এই বিশেষ তৎপরতা শুরু করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।
বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জেলার একাধিক এলাকায় যৌথ টহল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যৌথ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের আওতায় জোরারগঞ্জ থানাধীন হাবিলদার বাসা এলাকা, পরশুরাম উপজেলাধীন বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় ও আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ এলাকা, ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট ও শুভপুর ব্রিজ এলাকা এবং ফুলগাজী উপজেলার আমজাদের হাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
আরও পড়ুন : হাদির ওপর হামলা : পুরো কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ, অবৈধ অনুপ্রবেশ এবং নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, যেকোনো সন্দেহজনক তথ্য বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিজিবি ও পুলিশকে দ্রুত অবহিত করে সহায়তা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এই যৌথ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

জাহিদুল আলম রাজন, ফেনী (সদর-ছাগলনাইয়া)