হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সটি আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌণে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে গেছে। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই ভাই।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আজ বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শরিফ ওসমান হাদি জুলাই গণআন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সের মাধ্যমে ওসমান হাদিকে বিদেশে নিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়। গত দুদিনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করা হয়।

নিজস্ব প্রতিবেদক