সাবেক নৌপ্রতিমন্ত্রীসহ আ.লীগের ৪ নেতার বাড়িতে আগুন
দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
দিনাজপুরের বোচাগঞ্জের ধনতলায় সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীরসহ আওয়ামী লীগের ৪ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টায় দুর্বৃত্তরা খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে আগুন দেয়। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে।
পরে বোচাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই সময়ে সাবেক মেয়র ও বোচাগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সবুর ও মোহাম্মদ আসলামের ধনতলার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। আসলাম ও আব্দুস সবুর বোচাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছিলেন। এরপর ধনতলার যুবলীগনেতা তুষারের বাসায়ও আগুন দেয় দুর্বৃত্তরা।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন, দিনাজপুর