২৪ ঘণ্টার মধ্যে হাদির খুনীদের চিহ্নিত করার দাবি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজার আগে দেওয়া বক্তব্যে এ দাবি জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা এখানে কান্না করতে আসিনি। আমরা এখানে রক্তের বদলা নিতে এসেছি।
তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদির খুনে একজন নয়, পুরো একটি চক্র কাজ করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাদির খুনিদের সাথে কারা ছিল, কে কে হত্যা করেছে— তা চিহ্নিত করতে হবে। নয়তো পদত্যাগের জন্য অপেক্ষা করতে হবে।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, হাদির পরিবার রাষ্ট্রের কাছে কিছুই চায় না। যদি দরকার হয় তার পরিবারের পাঁচ সদস্য রক্ত দিতে প্রস্তুত রয়েছে। তবুও ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান।

নিজস্ব প্রতিবেদক