মনোনয়ন কিনলেন ১১ আসনের ৪০ প্রার্থী
কুমিল্লার অফিসপাড়া থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান– সর্বত্রই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কোন দল থেকে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা। সোশ্যাল মিডিয়া জুড়েও বইছে উত্তাপ– শেষ পর্যন্ত কে পাচ্ছেন দলের কাঙ্ক্ষিত মনোনয়ন।
গত কয়েক দিন ধরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণা বেড়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংগ্রহ করা হচ্ছে মনোনয়নপত্র। প্রার্থী কিংবা তাদের সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেই এলাকায় নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে বিএনপি থেকে ১৭ জন, জামায়াতে ইসলামী থেকে ৮ জন, এনসিপি থেকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ২ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে ১ জন, গণফ্রন্ট থেকে ১ জন, বাংলাদেশ রিপাবলিক পার্টি থেকে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে জেলা প্রশাসন। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই মহতী লক্ষ্য বাস্তবায়নে তিনি জেলাবাসীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা