শাহবাগে কাল শহীদি শপথের ঘোষণা ইনকিলাব মঞ্চের
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সকল খুনের বিচারের দাবিতে শহীদি শপথের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে এই শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল্লাহ আল জাবের বলেন, বিকেল তিনটায় শাহবাগে সমবেত হওয়ার ঘোষণা করছে ইনকিলাব মঞ্চ। সেখানে শহীদি শপথ হবে। জুলাই অভ্যুত্থানে পরবর্তী যত খুন হয়েছে সেসব নিয়েও শপথ হবে।
শহীদ ওসমান হাদির মেঝ ভাই ওমর ফারুক বলেন, আগামীকাল হাদির জন্যে আমরা শহীদি শপথ করব। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিকে আমাদের সামনে না হাজির করলে আমরা রাজপথ ছাড়বো না। তিনি বলেন, আমাদের কোনো প্রলোভন দিয়ে থামাতে পারবেন না, আমরা শহীদ হাদির উত্তরসূরি, আমরা তিতুমীরের উত্তরসূরি। আমাদের থামাতে পারবেন না।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে আমরা দুপুরে সংবাদ সম্মেলনে তিন দফা ঘোষণা করেছি। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ উপদেষ্টা, আইন উপদেষ্টা মিডিয়াকে ডেকে কথা বলতে হবে।

নিজস্ব প্রতিবেদক