বিএনপি–জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আসনভিত্তিক সমঝোতা ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মধ্যে আসন্ন নির্বাচনে চারটি সংসদীয় আসনে নির্বাচনি সমঝোতা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার ঘোষণা দেন।
ঘোষিত সমঝোতা অনুযায়ী, নির্ধারিত চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থীরা তাদের নিজস্ব দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনগুলোতে বিএনপি কোনো দলীয় প্রার্থী দেবে না এবং জোটগতভাবে জমিয়তের প্রার্থীদের সমর্থন প্রদান করবে।
সমঝোতা হওয়া আসন ও প্রার্থীরা হলেন— নীলফামারী-১ (ডোমার–ডিমলা) : মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : মুফতী মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) : মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) : মাওলানা জুনায়েদ আল-হাবীব।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই চারটি আসনে আমাদের (বিএনপি) কোনো প্রার্থী থাকবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের নিজ প্রতীকে ভোট করবে। এই সমঝোতার ভিত্তিতে তারা অন্য কোনো আসনে প্রার্থী দেবে না।’ তিনি আরও বলেন, ‘খেজুর গাছ প্রতীককে বিজয়ী করে ধানের শীষের হাতকে শক্তিশালী করার জন্য আমি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা এই সমঝোতাকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণায় বিএনপির পূর্ণ সহযোগিতা কামনা করেন। তারা বিশ্বাস করেন, এই ঐক্যের ফলে নির্বাচনি ময়দানে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি আরও সুসংহত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান কাসেমী, দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক