নির্বাচিত হলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : সালাহউদ্দিন
রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য স্থায়ীভাবে রাষ্ট্রীয় ভাতা ও উৎসব ভাতার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সম্মেলনে তিনি জানান, আলেমদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন নির্বাচনি ইশতেহারে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিকে যথাযথ মূল্যায়ন করে স্কুল-কলেজে ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে তাঁদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ ছাড়া আলেমদের কল্যাণে বিদ্যমান ট্রাস্টকে আরও শক্তিশালী করার পাশাপাশি পবিত্র কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই নেতা।
সালাহউদ্দিন আহমদের মতে, ইনসাফভিত্তিক সমাজ গঠনে আলেমদের ভূমিকা অনস্বীকার্য, তাই রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক