নৈতিক শিক্ষার ওপরই জাতির অগ্রগতি নির্ভর করে : গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার নৈতিক শিক্ষার গভীরতার ওপর। তিনি বলেন, ‘আমাদের পরে স্বাধীনতা অর্জন করা অনেক দেশ নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমেই উন্নত দেশে পরিণত হয়েছে। নৈতিক দিকনির্দেশনা-বিহীন প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনোই একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে পারে না।’
খুলনার ফুলতলা উপজেলায় আল হেরা আইডিয়াল মাদ্রাসা আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই; বরং নৈতিক ও নীতিগত মূল্যবোধসম্পন্ন মানুষের অভাব রয়েছে।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘নৈতিকতা ও চরিত্রের অভাবে উচ্চশিক্ষিত অনেক ব্যক্তি শীর্ষ পদে থেকেও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, ফলে দেশটি দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছে।’
গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, ‘দেশ গড়তে হলে কুরআন ও সুন্নাহর আলোকে শিশুদের নৈতিকভাবে সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে—যারা দুর্নীতি, অসততা, সুদ, ঘুষ ও অনৈতিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করবে। তিনি যোগ করেন, ‘এটি মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সম্ভব।’
আরও পড়ুন : হাদির দুশমনেরা কার্যত বাংলাদেশেরই দুশমন : জামায়াত আমির
গোলাম পারওয়ার আরও আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি, যা একসঙ্গে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক তৈরি করতে সক্ষম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুনশি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ও সাবেক ফুলতলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা এবং ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আবদুল আলিম মোল্লা।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
এর আগে সকালে খান জাহান আলী থানা জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম পরওয়ার।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)