খুলনা থেকে স্পেশাল ট্রেনে ঢাকায় হাজারো বিএনপি নেতাকর্মী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে খুলনা থেকে ‘স্পেশাল ট্রেনে’ করে ঢাকায় আসছেন হাজারো নেতাকর্মী। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টায় কনকনে শীত উপেক্ষা করে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
খুলনা রেল স্টেশনের মাস্টার দুলদুল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় বিশেষ ট্রেনটি খুলনা থেকে ছেড়ে গেছে। ট্রেনটি পদ্মা সেতু হয়ে সকাল সাড়ে ৯টায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এটি নিয়মিত যাত্রী শিডিউলের অন্তর্ভুক্ত নয়; বরং শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের যাতায়াতের জন্য বরাদ্দ করা একটি বিশেষ ট্রেন। ট্রেনটির বগিগুলোও আলাদা রাখা হয়েছে। একই ট্রেন আজ রাত ৯টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে।
খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী জানান, প্রিয় নেতাকে বরণ করতে গত দুই-তিন দিন ধরেই খুলনার নেতাকর্মীরা বিভিন্নভাবে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। বাস, প্রাইভেটকার ও নিয়মিত ট্রেনের পাশাপাশি এই স্পেশাল ট্রেনে করেও বিপুল সংখ্যক নেতাকর্মী আজ ঢাকায় যাচ্ছেন। তিনি নিজে বুধবার সকালে একদল নেতাকর্মী নিয়ে ঢাকা পৌঁছেছেন।
ভোর ৫টার কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে স্টেশনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে খুলনার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা