আজ যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। লাখো নেতাকর্মীর সমাগম ও যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান আজ বেলা ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। তিনি বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে গুলশানের বাসভবনে যাবেন। এই রুটগুলোতে অতিরিক্ত জনসমাগমের কারণে আজ ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
যেসব সড়ক এড়িয়ে চলবেন এবং বিকল্প রুট—
মহাখালী-আব্দুল্লাহপুর ও কুড়িল-মস্তুল : এই প্রধান রুটগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। উত্তরা ও মিরপুর এলাকার যাত্রীদের এয়ারপোর্ট সড়কের পরিবর্তে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গুলশান ও বাড্ডা এলাকা : কাকলী ও কামাল আতাতুর্ক সড়কের বদলে গুলশান-১, পুলিশ প্লাজা ও মহাখালী রুট ব্যবহার করতে পারবেন।
দূরপাল্লার বাস : মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী যানবাহনকে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্বাঞ্চলীয় যানবাহন : কাঞ্চন ব্রিজ থেকে আসা যানবাহনগুলো বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী অ্যাভিনিউ হয়ে চলাচল করতে পারবে।
নিরাপত্তা ও অন্যান্য নির্দেশনা : অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিরা কোনো ব্যাগ বা লাঠি বহন করতে পারবেন না। তারেক রহমানের গাড়িবহরে যুক্ত হওয়া এবং মোটরসাইকেল নিয়ে এয়ারপোর্ট সড়কে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এয়ারপোর্টে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে রওনা দিতে বলা হয়েছে। মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য টঙ্গী ইজতেমা মাঠ, পূর্বাচল নীলা মার্কেট, আগারগাঁও বাণিজ্য মেলা মাঠ এবং উত্তরা দিয়াবাড়ি মাঠ নির্ধারণ করা হয়েছে।
ডিএমপি স্পষ্ট জানিয়েছে, ট্রাফিক নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় নেতাকে বরণ করতে আসা নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক