ওসমান হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির নামে নামকরণ হচ্ছে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আব্দুল্লাহিল বাকী।
নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করা হবে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’। বিআইডব্লিউটিএর অধীনে ঘাটটির সংস্কার ও রঙের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ ঘাটটির উদ্বোধন করবেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত হোসেন।
আব্দুল্লাহিল বাকী বলেন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের নির্দেশে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তনের জন্য সংস্কার কাজ শেষ পর্যায়ে। আগামী ২৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় উপদেষ্টা মহোদয় নতুন নামকরণের এ লঞ্চঘাটটির উদ্বোধন করবেন। নতুন নামকরণ হবে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি লঞ্চঘাট।’
নলছিটির কৃতী সন্তান ওসমান হাদির নামে নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অত্যন্ত খুশি। এতে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হবে বলে তারা আশা এলাকাবাসীর। ওসমান হাদির নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে নলছিটির মানুষ দেখছেন প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী এবং শহরের ব্যবসায়ী ও ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক মো. শহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির কৃতী সন্তান। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে এলাকাবাসী অত্যন্ত খুশি। সরকার ও যথাযথ কর্তৃপক্ষের প্রতিও আমরা কৃতজ্ঞ।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর এভারকেয়ারে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)