শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছোট ভাই আরাফাত রহমান কোকোর সমাধি জিয়ারত শেষে নিজের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে তিনি রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তার সমাধিতে যান।
তারেক রহমান বনানী কবরস্থানে পৌঁছানোর পর প্রথমে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন। এরপর তিনি সেখান থেকে সরাসরি পাশে অবস্থিত মাহবুব আলী খানের সমাধিতে যান। সেখানে তিনি শ্বশুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
মরহুম মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের নৌবাহিনী সাবেক প্রধান এবং তৎকালীন সরকারের কৃষি ও যোগাযোগ মন্ত্রী। তিনি ডা. জুবাইদা রহমানের পিতা ও তারেক রহমানের শ্বশুর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং নৌবাহিনীর আধুনিকায়নে তার বিশেষ অবদান অনস্বীকার্য। ১৯৮৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

নিজস্ব প্রতিবেদক