চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাতে হাইমচর থানায় বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার কর্মচারী- মিন্টু, সোহেল, মহিন হাওলাদার ও মনিরুজ্জামানকে ঝালকাঠি থেকে এনে আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, মামলাটির তদন্ত ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে নৌ পুলিশ। নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএমএস ইকবাল জানিয়েছেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ এবং বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

শরীফুল ইসলাম, চাঁদপুর