আম জনতার দলে যোগ দিলেন হিরো আলম
আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানে হিরো আলমকে দলে স্বাগত জানান। ছবি : এনটিভি
কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম (হিরো আলম) আনুষ্ঠানিকভাবে আম জনতার দলে যোগ দিয়েছেন।
আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে হিরো আলমকে দলে স্বাগত জানান এবং তার হাতে দলের সদস্যপদের ফরম তুলে দেন।
অনুষ্ঠানে হিরো আলম বলেন, আম জনতা দলে যোগদানের সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। তবে এই দলের সঙ্গে তার মতামত এবং রাজনৈতিক গতিপথের মিল পেয়েছেন।
আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করে দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনার কথাও জানান হিরো আলম।
এর আগে হিরো আলম বগুড়া-৪ ও ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে পরাজিত হন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)