জামালপুরে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ আলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়নপত্র গ্রহণ করেন। নির্বাচনী আচরণবিধি মেনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা একে একে মনোনয়নপত্র দাখিল করেন।
আসনভিত্তিক প্রার্থীদের মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে রয়েছেন বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার এবং জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক। জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির আনোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান, শরিফুল ইসলাম খান, শওকত হাসান মিয়া ও মীর শরীফ হাসান লেলিন।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রার্থীরা হলেন- বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণ অধিকার পরিষদের লিটন মিয়া, জাতীয় পার্টির মীর শামসুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু, এস. এম শাহিনুর রহমান, ফারজানা ফরিদ, মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, ফিদেল নাঈম ও রুবেল মিয়া।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রার্থীরা হলেন বিএনপির মো. ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আউয়াল, কমিউনিস্ট পার্টির মো. মাহবুব জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, নাগরিক ঐক্যের মো. কবির হাসান, জাতীয় পার্টির (জি এম কাদের) মো. আবুল কালাম আজাদ, গণ অধিকার পরিষদের মো. ইকবাল হোসেন, জাতীয় পার্টির (আনিসুল) মো. মামুনুর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।
জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুস সাত্তার, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. আমির উদ্দিন, গণ অধিকার পরিষদের জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী, এবি পার্টির মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুস আহমেদ, জাতীয় পার্টির (মঞ্জু) মো. বাবর আলী খান, জাতীয় পার্টির মো. জাকির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম ও হোসনেয়ারা বেগম।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে জামালপুর-১ আসনে ৪টি, জামালপুর-২ আসনে ৯টি, জামালপুর-৩ আসনে ১১টি, জামালপুর-৪ আসনে ১০টি ও জামালপুর-৫ আসনে ১২টি মনোনয়নপত্র জমা হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আসমাউল আসিফ, জামালপুর
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)