২ মিনিট দেরি, মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এই পরিস্থিতির সম্মুখীন হন। বিকেল ৫টার সময়সীমা অতিক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।
এ সময় তিনি মনোনয়নপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বারবার অনুরোধ জানান। কিন্তু বিধিমালা অনুযায়ী তা সম্ভব না হওয়ায় আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন।
আব্দুল্লাহ বাদশা রাতে গণমাধ্যমকে বলেন, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে যানবাহন সংকটের কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারেননি। তার দাবি, মাত্র দুই মিনিট দেরি হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, আমি তাহমিনা কম্পিউটার নামের একটি দোকানে কাগজপত্রের দায়িত্ব দিয়েছিলাম। তাদের গাফিলতির কারণেই সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারিনি। দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, জনগণের কাছাকাছি গিয়েছি। সংসদে যেতে না পারলেও আমি জনতার সাথেই থাকব এবং তাদের সেবা করে যাব।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত তার সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বাদশা যখন আমার কক্ষে প্রবেশ করেন, তখন বিকেল ৫টা বেজে ৫ মিনিট। অর্থাৎ তিনি ২ মিনিট নয়, ৫ মিনিট দেরি করে এসেছেন। নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ না থাকায় তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।

কাকন রেজা, শেরপুর