কখনও ভোটে হারেননি খালেদা জিয়া, ২৩ আসনে লড়ে ২৩টিতেই জয়
বাংলাদেশের রাজনীতিতে বিরল এক নজির গড়েছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে যেসব সংসদ নির্বাচনে তিনি সরাসরি প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন, তার কোনোটিতেই পরাজয়ের মুখ দেখেননি।
দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশের সংসদ নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র উদাহরণ, যিনি ৫টি সংসদ নির্বাচনে ২৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটিতেই জয়লাভ করেন।
খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে ভোটে হারের কোনো গল্প নেই। এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি, সেসব নির্বাচনেও খালেদা জিয়া যতটি আসনে প্রার্থী হয়েছিলেন তার সবকটিতেই জয়লাভ করেন।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন— বগুড়া–৭, ঢাকা–৫, ঢাকা–৯, ফেনী–১ ও চট্টগ্রাম–৮। পাঁচটি আসনেই বিপুল ভোটে জয়ী হন তিনি। এই নির্বাচনে তার দল বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এর মাধ্যমে তিনি বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন ফেনী–১ ও ২, বগুড়া–৭, সিরাজগঞ্জ–২ ও রাজশাহী–২ আসন থেকে নির্বাচন করে প্রতিটিতেই বিজয়ী হন খালেদা জিয়া। এই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি। তবে শপথ নেওয়ার মাত্র ১১ দিনের মাথায় পদত্যাগ করেন খালেদা জিয়া এবং সংসদ ভেঙে দেওয়া হয়।
এরপর ১৯৯৬ সালের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬, বগুড়া–৭, ফেনী–১, লক্ষ্মীপুর–২ ও চট্টগ্রাম–১— এই পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতে বিজয়ী হন খালেদা জিয়া। যদিও সেবার সরকার গঠন করে আওয়ামী লীগ।
২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও খালেদা জিয়া বগুড়া–৬, বগুড়া–৭, খুলনা–২, ফেনী–১ ও লক্ষ্মীপুর–২—এই পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটি আসনে বিপুল ভোটে জয়ী হন। এই নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।
২০০৮ সালে নির্বাচন কমিশন একজনের জন্য সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতার আইন করায় খালেদা জিয়া বগুড়া–৬, বগুড়া–৭ ও ফেনী–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনটি আসনেই বিজয়ী হন তিনি।
সব মিলে ৫টি নির্বাচনে খালেদা জিয়া ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হয়ে ইতিহাস গড়েন।
এরপর ২০১৪ সালের নির্বাচন বয়কট করে বিএনপি। আর মামলার কারণে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করে বিএনপি। অর্থাৎ ২০১৪ সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া।
তবে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার ৩টি আসন (বগুড়া–৭, দিনাজপুর–৩ ও ফেনী–১) থেকে অংশ নেওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক