রাজধানীতে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রতীকী ছবি
রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগ। তার নাম সঞ্চয় দে (৩৮)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয়কে আটক করা হয়। গ্রেপ্তারকালে তার হেফাজত হতে একটি মোবাইলফোন জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ শুক্রবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, আটককৃত সঞ্চয় দে একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)