মায়ের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান : রিজভী
খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া যে উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ও অঙ্গীকার ধারণ করতেন, আমরা সেই পথ ধরেই এগিয়ে যাব। তাঁর জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের প্রদর্শিত পথেই দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবেন। খালেদা জিয়ার দেখানো পথে চললেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় পতাকাকে সমুন্নত রাখা সম্ভব।
বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। চিকিৎসা না দিয়ে বা ভুল চিকিৎসা দিয়ে তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ‘অশুভ চক্রান্ত’ হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এত কিছুর পরেও দেশনেত্রীর যে অটুট মনোবল ও ধৈর্য আমরা দেখেছি, তা এই মাটির মানুষের প্রতি তাঁর নিবিড় ভালোবাসারই প্রমাণ।
ঐতিহাসিক জানাজার উল্লেখ করে রিজভী বলেন, সারা ঢাকা শহর যেভাবে জনস্রোতে পরিণত হয়েছিল, তা ছিল অভূতপূর্ব। যারা তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলেছে, তারা আজ ধিক্কৃত, আর হাজারো আক্রমণের মুখেও সৌজন্যবোধ বজায় রাখা খালেদা জিয়াকে আল্লাহ মহিমান্বিত করেছেন। পরশুদিন থেকে আজ পর্যন্ত এই কবর প্রাঙ্গণে সারা দেশের মানুষের দোয়ার ঢল নেমেছে।
আজ সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতা-কর্মীরা খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রিজভীসহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক