ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ববি হাজ্জাজের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জনাব মো. ইউনুচ আলী যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
এর আাগে গত ২৯ ডিসেম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনি প্রক্রিয়ার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ববি হাজ্জাজ বলেন, ঢাকা–১৩ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থকে প্রাধান্য দিয়েই আমি নির্বাচনি মাঠে কাজ করতে চাই।
ববি হাজ্জাজ আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে তারেক রহমানের নেতৃত্বে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করব।
মনোনয়নপত্র বৈধতার মধ্য দিয়ে ববি হাজ্জাজ আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে নির্বাচনি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক