কুমিল্লার ১১ আসনে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ৭৬ জনের
কুমিল্লার ১১টি আসনে মোট ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ ছাড়া ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।
আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৫ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।
গতকাল শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে শেষে ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এদিকে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে। এ আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে আটটি বাতিল হয়।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১ আসনে ৭৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩১টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লার ১১ আসনে মোট ১০৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার দুই দিন ধরে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা