সুন্দরবনে রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে অপহরণ
সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের কেনুয়ার খালের মুখ থেকে রিসোর্ট মালিকসহ তিনজনকে অপহরণ করেছে বনদস্যুরা। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বনের অভ্যন্তরে ঘোরার সময় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং ঢাকা থেকে আসা দুই পর্যটক মো. সোহেল ও মো. জনি।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে আসা চার পর্যটক সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘গোলকানন’ রিসোর্টে ওঠেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক বোটে করে কেনুয়ার খালে ঘুরতে যান। এ সময় একদল বনদস্যু বোটের গতিরোধ করে দুই নারী পর্যটকসহ পাঁচজনকে ধরে নিয়ে যায়। তবে ওইদিন রাতেই দুই নারী পর্যটককে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে দস্যুরা।
নিখোঁজদের পরিবারের দাবি, জিম্মি থাকা তিনজনের মুক্তির বিনিময়ে দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে।
রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, অপহরণের খবর তারা শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী এই কাজ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারে থানা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ তৎপরতা শুরু হয়েছে।
এদিকে, অপহৃতদের ছাড়িয়ে আনতে রিসোর্ট মালিক সংগঠনের নেতারাও দস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

আবু হোসাইন সুমন, মোংলা