২২ লাখ টাকার সম্পদ ছাড়া কিছুই নেই তাসনিম জারার
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বেশ জোরেশোরেই আলোচনায় রয়েছেন পেশায় শিক্ষক-চিকিৎসক ও উদ্যোক্তা তাসনিম জারা। প্রথমবারের মতো প্রার্থী হওয়া তাসনিম জারাকে কঠিন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। গত ৩ জানুয়ারি যাচাই-বাচাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন।
ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসনিম জারা। যদিও কদিন আগেই তিনি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব। গত ২৭ ডিসেম্বর দেন পদত্যাগের ঘোষণা।
স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ২২ লাখ ৮০ হাজার ১৯০ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে তার। তবে স্থাবর কোনো সম্পদ নেই সাবেক এই এনসিপি নেত্রীর।
অস্থাবর সম্পদের তালিকায় দেখা যায়, নগদ ১৬ লাখ টাকার মালিক তাসনিম জারা। এছাড়া ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ লাখ ৭০ হাজার টাকা) রয়েছে তার। ব্যাংকে ১০ হাজার ১৯০ টাকা, সহায় টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ৫০০ শেয়ার (মোট মূল্য ৫০ হাজার টাকা) এবং ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গহনার তথ্য হলফনামায় দিয়েছেন তিনি।
পেশায় শিক্ষক-চিকিৎসক ও উদ্যোক্তা তাসনিম জারার বছরে আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এর পুরোটাই চাকরি থেকে পান তিনি।
তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহরও কোনো স্থাবর সম্পদ নেই। তবে অস্থাবর সম্পদে তাসনিম জারার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের পরিমাণ ২৫ লাখ ৮০ হাজার।
উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি থেকে আপিল নিষ্পত্তি শুরু হবে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।

আমিনুল ইসলাম নাবিল