প্রথমবারের এমপি প্রার্থী ইশরাকের বছরে আয় কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতয়ালি কিছু অংশ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ নির্বাচনে এবারই প্রথম অংশ নিচ্ছেন তিনি।
নির্বাচন কমিশনে দাখিল করা ইশরাক হোসেনের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, তার বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা। এমএসসি শিক্ষাগত যোগ্যতাধারী এই প্রার্থীর আয়ের প্রধান উৎস চাকরি, বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত। আয়কর রিটার্নে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪১৫ টাকা।
ইশরাক হোসেন তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা করার কথা। ৩৮ বছয় বয়সী এই সংসদ সদস্য প্রার্থীর নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। তবে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের আগে তার নামে মোট ২১টি মামলা ছিল। অভ্যুত্থানের পর সবগুলো মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা। এরমধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া হিসেবে তিনি পান ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা, শেয়ার-বন্ড-সঞ্চয়পত্র বা ব্যাংকে থাকা আমানত থেকে পান ৩ লাখ ৫৩ হাজার ৩৯৪ টাকা, চাকরি থেকে আসে ৬২ লাখ ৩৩ হাজার ৩৩২ টাকা এবং অন্যান্য উৎস থেকে তার আয় ৬২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকা।
ইশরাক হোসেনের অস্থাবর সম্পদ রয়েছে ৬ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৯৬৫ টাকার। এরমধ্যে নগদ অর্থ আছে ১১ লাখ ১৬ হাজার ৫৭ টাকা, ব্যাংকে দুই অ্যাকাউন্টে জমা আছে ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজান ৬৫৬ টাকা। ইশরাকের বন্ড, ঋণপত্র ও বিভিন্ন কোম্পানির শেয়ার আছে ৩ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকার, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে ১ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৭৪ টাকার, আসবাপত্র আছে ২ লাখ ৩১ হাজার ৪০০ টাকার।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ইশরাক হোসেনের স্থাবর সম্পদের পরিমাণ ৬৪ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য দেড় কোটি টাকার বেশি। স্থাবর সম্পদের মধ্যে তার কৃষি জমি আছে ৩০ লাখ ২৫ হাজার ৬৫০ টাকা সমমূল্যের, অকৃষি জমি আছে ৩৪ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার। তবে স্থাবর সম্পদের মধ্যে তিনি কোনো আবাসিক বা বাণিজ্যিক ভবনের মালিক নন। তার নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্টও নেই।
ইশরাক হোসেনের কোনো ঋণ বা দায় নেই এবং তার বা তার পরিবারের কাছে কোনো সরকারি পাওনাও নেই। ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুসারে তার আয় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা। তিনি এই সময়ে মোট আয়কর দিয়েছেন ৩৭ লাখ ৯২ হাজার ৬৯৮ টাকা। আয়কর নথিতে তার সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪১৫ টাকা।

এনটিভি অনলাইন ডেস্ক