ট্রেনের ধাক্কায় পিকআপভ্যান খাদে পড়ে দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশী এলাকায় ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী একটি পিকআপভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই ও একজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ শ্রমিক। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সোতাশী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে মো. জব্বার মোল্লা (২০) ও মো. মুছা মোল্লা (২২) এবং চরবনী গোলারকলি গ্রামের মো. কালাম শেখের স্ত্রী মোসাম্মৎ শাহানারা (৩৫)। তারা সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক ছিলেন এবং কাজ শেষে পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকটবর্তী রেলগেট অতিক্রম করছিল। এ সময় জনতা জুট মিলের শ্রমিকদের বহনকারী পিকআপভ্যানটি রেললাইন পার হতে গেলে ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত ৯ জনকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

সঞ্জিব দাস, ফরিদপুর