কাবুলে হোটেলে বিস্ফোরণে কয়েকজনের প্রাণহানি
আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্যাঞ্চলে কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকা একটি হোটেলে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, বাণিজ্যিক এলাকা শাহর-ই-নওয়ের একটি হোটেলে এ বিস্ফোরণ ঘটে। এ এলাকায় বড় বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে।
এটিকে কাবুলের সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
তালেবানরা ২০২১ সালে যুদ্ধবিধ্বস্ত দেশটির নিয়ন্ত্রণ নেয়। ওইসময় তারা বলেছিল, দেশের নিরাপত্তা পুনরুদ্ধার করবে, কিন্তু হামলার ঘটনা অব্যাহত রয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের স্থানীয় শাখা বিভিন্ন সময়ে এ ধরনের হামলার দায় স্বীকার করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক