প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ আজ
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এর একটি সূত্র আজ দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলেছে, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বছরের ১৩ জুন লন্ডনের পার্ক লেনে হোটেল ডোরচেস্টারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নিজস্ব প্রতিবেদক