নিখোঁজের তিন দিন পর খালে মিলল বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর ২নং বাঁধঘাট এলাকায় তিন দিন নিখোঁজ থাকার পর পিয়ারা বেগম (৬৯) নামের এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিয়ারা বেগম ওই এলাকার বাসিন্দা। তিন মেয়ে ও দুই ছেলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার থেকে পিয়ারা বেগম নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে গত বৃহস্পতিবার তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের খালে একটি সন্দেহজনক বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে এবং এর ভেতরে পিয়ারা বেগমের মরদেহ পাওয়া যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহে কোনো আঘাত বা হত্যার সুনির্দিষ্ট আলামত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাজল বরণ দাস, পটুয়াখালী