মধুসূদন দত্তের জন্মদিনে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ মধ্য দিয়ে যশোরের কেশবপুরে বাংলা সাহিত্যের কিংবদন্তি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিবছর এ উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র আয়োজন থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার জন্মদিনের কর্মসূচি পালন করা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সাগরদাঁড়ির মধুপল্লীতে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর কবির স্মৃতিবিজড়িত ‘মধু মঞ্চে’ তাঁর জীবন ও সাহিত্যকর্মের ওপর বিশেষ আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারকগ্রন্থ ‘সনেট’ এর মোড়ক উন্মোচন করা হয়।
এবারের আয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। মহাকবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আট শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়, যা উপস্থিত সুধী মহলে ব্যাপক প্রশংসিত হয়।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। প্রধান আলোচক হিসেবে কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোকপাত করেন সরকারি এম এম কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অধ্যাপক মোজাম্মেল হোসেন, মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. রফিকুল হাসান এবং কেশবপুর থানার ওসি সুকদেব রায়সহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রথা অনুযায়ী প্রতিবছর সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য মধুমেলা অনুষ্ঠিত হলেও ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার স্বার্থে এবার মেলা স্থগিত রাখা হয়েছে। তবে জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন, নির্বাচনের পর সুবিধাজনক সময়ে পুনরায় জমকালো আয়োজনে সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজন করা হবে।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ির জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর এই সন্তান বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার সূচনা করেন। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে চিরবিদায় নেন বাংলা সাহিত্যের এই মহাকবি।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)