তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় জনতার ঢল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের পঞ্চম নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় ময়মনসিংহ মহানগর ওলামা দলের সদস্য সচিব আরিফ রব্বানির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ময়মনসিংহ মহানগর ওলামা দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন মোমেন দোয়া পরিচালনা করেন।
সমাবেশে বিএনপির মনোনীত সংসদ প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের মাঝে তুলে ধরেন এবং ময়মনসিংহবাসীর ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতারা। তাদের মধ্যে ছিলেন- সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, লুৎফুজ্জামান বাবর, ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ডা. মাহাবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবলু, মোতাহার হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শামিম তালুকদার, সানসিলা জেবরিং পিয়াংকা, মাহমুদুল হক রুবেল, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, ডা. আনোয়ারুল হক, আবু তাহের তালুকদার, রফিকুল ইসলাম হিলালী, সুলতান মাহমুদ বাবু, আকতারুল আলম ফারুক, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইয়াসির খান চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল ও ফাহিম চৌধুরী।
এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ ফারুক, এডভোকেট আরিফা জেসমিন নাহিন, রাকিবুল ইসলাম রাকিব, ড. শামসুজ্জামান মেহেদী, নিলুফার চৌধুরী মনি, আব্দুল বারী ড্যানী, সিরাজুল ইসলাম ও আফজাল এইচ খান।
সমাবেশের সার্বিক সমন্বয় করেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবু।
সমাবেশ সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার ও ময়মনসিংহ উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোতাহার হোসেন।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক