প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পেল রাঙ্গাবালীবাসী
দেশের বিদ্যুৎবিহীন একমাত্র উপজেলা ছিলো রাঙ্গাবালী। যে উপজেলায় বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত পটুয়াখালীর সাগর ও নদীবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর মানুষ।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে পরীক্ষামূলক ভাবে এ বিদ্যুতের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পেয়েছে রাঙ্গাবালীর পাঁচ হাজার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, পল্লীবিদ্যুৎ কর্মকর্তারাসহ উপজেলার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘ভোলা থেকে নদীর তলদেশ দিয়ে প্রায় ৯ কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ এলাকায় বিদ্যুতের সংযোগ এসেছে।’
পল্লীবিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে শেষ হয়েছে অধিকাংশ এলাকার খুঁটি বসানোসহ তার টানার কাজ।
সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেন, ‘শতভাগ বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে এ উপজেলায় বিদ্যুতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’