রাঙ্গাবালীতে ঘরে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বসতঘরে এক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবারের প্রাথমিক ধারণা, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এই দম্পতি এমন চরম পথ বেছে নিলেন—তা এখনও পরিষ্কার নয়।
উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ নভেম্বর) তাদের বসতঘর থেকে রাকিব প্যাদা (৩০) ও তার স্ত্রী সোহাগী বেগমের (২৫) মরদেহ উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, প্রতিবেশী এক আত্মীয় ঘরে ঢুকে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্বজনরা এসে মরদেহ নিচে নামিয়ে ফেলেন। রাকিব-সোহাগী দম্পতির মুজাহিদ নামের সাত বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এলাকাবাসী তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে চিরকুটসহ সব আলামত জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত কার্যক্রম চলছে।’

কাজল বরণ দাস, পটুয়াখালী