যাত্রীবাহী বাস থেকে ৩৫ মণ জাটকা জব্দ, পাঠানো হল এতিমখানায়
          জাটকা ইলিশের  ফাইল ছবি        
          পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী ছয়টি বাস থেকে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাত ৯টার দিকে কলাপাড়া পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অভিযানের সময় অবৈধভাবে মাছ পরিবহণের অপরাধে ছয়জন বাসচালককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে জব্দ করা মাছ পৌর এলাকার ৫০টি এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জাটকা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

                  
                                                  কাজল বরণ দাস, পটুয়াখালী