আবারও ডাচ্-বাংলা ব্যাংকের ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/04/photo-1425456943.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ আবারও শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩০ মার্চ সকাল ১০টায় সোনারগাঁও হোটেলের বলরুমে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭২ টাকা ৫৯ পয়সা।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০০ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা, ইপিএস ১০ টাকা ও শেয়াপ্রতি এনএভি ৬৩ টাকা ২১ পয়সা।
২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এ প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৩২ কোটি ১২ লাখ টাকা। বাজারে এর মোট শেয়ারের পরিমাণ ২০ কোটি, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৮৬ দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৩ দশমিক শূন্য ১ শতাংশ। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৯ দশমিক ৮৪।