ঢাকা ব্যাংকের এজিএম আজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার বেলা ১১টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এজিএমে এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নেওয়া হবে।
এ হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ৪২ পয়সা ও সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২১ টাকা ৮৯ পয়সা।
কোম্পানিটির পক্ষ থেকে গত হিসাব বছরের জন্য ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া হয়।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৬ টাকা ৪০ পয়সা।
বর্তমানে ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬২৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা।
শেয়ারহোল্ডারদের কাছে কোম্পানিটির মোট ৬২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ২৬০টি শেয়ার আছে।