২৮ দিনে ফেরি পারাপারে ক্ষতি সোয়া কোটি টাকা

২০-দলীয় জোটের ডাকে লাগাতার অবরোধ-হরতালের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি নৌপথে ফেরি পারাপারে যানবাহনের সংখ্যা কমে অর্ধেকে নেমে এসেছে।এতে গত ২৮ দিনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আনুমানিক সোয়া কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, আগে এই নৌপথে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার যানবাহন পার হতো। এতে প্রতিদিন ১০ থেকে ১২ লাখ টাকা মাশুল আদায় হতো। গত ২৮ দিনে প্রতিদিন গড়ে যানবাহন পার হয়েছে এক থেকে দেড় হাজার। এতে প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টাকা মাশুল কম আদায় করা হচ্ছে।
আব্দুল আলিম আরো জানান, এই নৌপথে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। চলমান অবরোধ-হরতালে ঢাকা-মাওয়া মহাসড়ক পথে দূরপাল্লার যাত্রীবোঝাই বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল নেই বললেই চলে। ফেরিগুলোকে তাই সামান্য কয়েকটি যানবাহন নিয়ে পদ্মার এপার থেকে ওপারে যেতে হচ্ছে। ফলে গত প্রায় এক মাসে সোয়া এক কোটি টাকার মতো লোকসান গুনতে হয়েছে বিআইডব্লিউটিসিকে।