পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ বাড়াল ভারত
নিজেদের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যটির রপ্তানির ওপর ন্যূনতম মূল্যের বিধিনিষেধের সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে শুক্রবার (৮ ডিসেম্বর) ছুটির দিন হওয়ায় এখনও কোনো প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে।
ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য ৮০০ ডলারের সিদ্ধান্তটি বলবৎ থাকবে। ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত ২৯ অক্টোবর পণ্যটি বিশ্বের যেকোনো দেশে রপ্তানির ক্ষেত্রে এ দাম নির্ধারণ করা হয়। এ বিধিনিষেধের সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।