সিলেট সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও টমেটো জব্দ
এবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২৬ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২ হাজার কেজি টমেটো জব্দ করেছে বিজিবি।
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে আটক হননি কেউ।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সাম্প্রতিক সময়ে অস্ত্র ও জাল টাকাসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে সতর্ক রয়েছে বিজিবি। তারই অংশ হিসবে বিজিবির বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম এবং প্রতাপপুর বিওপির সদস্যরা শুক্র ও শনিবার অভিযান চালিয়ে ভারতীয় পেঁয়াজ ও টমেটো জব্দ করে।
অবৈধভাবে আসা এসব পেঁয়াজ ও টমেটো বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

সজল ছত্রী, সিলেট