বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্য উৎসব
তরুণ প্রজন্মকে ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা, সঞ্চয় অভ্যাস গঠন ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আয়োজিত ‘তারুণ্য উৎসব ২০২৫’ এর অংশ হিসেবে বরিশালে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মধুসূদন বণিক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক (সুপারভিশন) ইমতিয়াজ আহমদ মাসুম এবং আইএফআইসি ব্যাংকের ব্রান্ডিং, কমিউনিকেশনস এন্ড করপোরেট এফেয়ার্স প্রধান খন্দকার আনোয়ার এহতেশাম।
দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালাটিতে রিসোর্স পারসন হিসেবে তরুণ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সঠিক অর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মো. সাইমুম রেজোয়ান।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক অঞ্চল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিজস্ব প্রতিবেদক