এনসিসি ব্যাংক সিকিউরিটিজ ও আইসিবির মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর
এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ), এনসিসি ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে সম্প্রতি একটি ঋণ চুক্তি হয়েছে; যার আওতায় এনসিসিবি সিকিউরিটিজ এর নিজস্ব পোর্টফলিওতে বিনিয়োগের লক্ষ্যে আইসিবি ২৫০ মিলিয়ন টাকার ঋণ অনুমোদন করেছে। এ ঋণ সুবিধা এনসিসিবি সিকিউরিটিজ এর নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগে পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকার মতিঝিলস্থ আইসিবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে আইসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এনসিসিবিএসএফএসএল -এর পরিচালক এম. শামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর ও হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা; মহাব্যবস্থাপক মো. হাবীব উল্লাহ এবং উপ-মহাব্যবস্থাপনা পরিচালক বাবুল চন্দ্র দেবনাথ। এনসিসি ব্যাংক ও এনসিসিবিএসএফএসএল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনসিসিবিএসএফএসএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুল আরেফিন এবং এফএভিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, “আইসিবি সবসময়ই পুঁজিবাজারকে সহায়তা করা, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঋণ সুবিধা আমাদের পুঁজিবাজার সুরক্ষা এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে নির্বিঘ্ন রাখার প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। এই চুক্তি শুধু একটি আর্থিক লেনদেন নয়, এটি পরস্পরের প্রতি আস্থা, সহযোগিতা এবং আরও শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার নির্মাণে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতীক।”
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এনসিসিবি সিকিউরিটিজ এর পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “আমরা আইসিবি-এর সাথে আমাদের দীর্ঘমেয়াদি সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেই-যা দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজকের এই সহযোগিতা পরস্পরের প্রতি আস্থা এবং দায়িত্বশীলভাবে পুঁজিবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল করতে যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এনসিসি ব্যাংক আর্থিক স্বচ্ছতা ও করপোরেট সুশাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি কেবল আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে না বরং ভবিষ্যতে আইসিবি-এর সাথে নতুন কৌশলগত সহযোগিতার পথও সুগম করবে।”

নিজস্ব প্রতিবেদক