অবশেষে ঢাবি ছাত্রলীগ হল কমিটির বিষয়ে সিদ্ধান্ত
দীর্ঘ পাঁচ বছরেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি। এ ক্ষোভে হল শাখার পদপ্রত্যাশীদের তোপের মুখে পড়েন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এবার তাঁরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিলেন হল কমিটি করার।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে আলোচনায় বসেন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভায় হল কমিটির ব্যাপারে পদপ্রত্যাশীদের হতাশা ও ক্ষোভের বিষয় তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কয়টি হল নেবেন, সেটি নিয়েও আলোচনা হয়। বিভিন্ন বিষয়ে আলোচনার পর জানুয়ারির মধ্যেই দিন ঠিক করে হল সম্মেলন করা হবে বলে একমত হন।
জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কমিটি জানুয়ারি মাসেই হবে। তারিখ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
এদিকে সংগঠনটির শীর্ষ এক নেতা এনটিভি অনলাইনকে জানান, বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শীর্ষ চার নেতা ছাত্রলীগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের চার নেতার সঙ্গে আজ সন্ধ্যায় আলোচনায় বসবেন। তাদের সঙ্গে কথা বলেই নিজেদের মধ্যে হল নির্ধারণ এবং কমিটি গঠনের নির্দিষ্ট দিন ঠিক করবেন।
এর আগে গত বুধবার রাতে হলের পদপ্রত্যাশীরা কমিটি গঠন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে দেখা করেন। সাদ্দাম তাদেরকে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে বলেন। পরে জয় ও লেখক তাঁদের নিয়ে প্রায় দেড়-দুই ঘণ্টা আলোচনা করেন। এ সময় শীর্ষ দুই নেতা চলতি মাসের মধ্যেই হল সম্মেলনের আশ্বাস দেন।