‘কীর্তিমান পদক’ পেলেন রাবির চার শিক্ষক
শিক্ষাবিদ, গবেষক, উদ্ভাবক ও কথাসাহিত্যিক ক্যাটাগরিতে ‘কীর্তিমান পদক’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষক। গতকাল সোমবার রাতে রাজশাহী চেম্বার অব ইন্ডাস্ট্রির উদ্যোগে তাদের এ পদক দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা হলেন কথাসাহিত্যে 'কীর্তিমান পদক' পেয়েছেন প্রয়াত অধ্যাপক হাসান আজিজুল হক (মরণোত্তর), গবেষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, শিক্ষাবিদ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সনৎ কুমার সাহা এবং উদ্ভাবক ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুর হোসেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গতকাল রাজশাহী চেম্বার অব ইন্ডাস্ট্রি থেকে ১৬ জন গুণীজন ও একটি প্রতিষ্ঠানকে কীর্তিমান পদক দেওয়া হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন সাবেক ও বর্তমানদের মধ্যে চারজন শিক্ষক এই পদক পেয়েছেন৷ এ ধরনের পুরস্কার বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বৃদ্ধি করার পাশাপাশি তরুণ শিক্ষকদের অনুপ্রাণিত করে৷ ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।