জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত শিথিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষে সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত শিথিল করা হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির দিক বিবেচনায় কোন বিভাগ বা শিক্ষক চাইলে সশরীরের পাশাপাশি ক্লাস অনলাইনেও নিতে পারবে বলে জানিয়েছে জবি প্রশাসন।
আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল।
রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘ক্লাস শুরু করার বিষয়টি আজকের মিটিংয়ে শিথিল করা হয়েছে। কেউ চাইলে ক্লাস সশরীরের পাশাপাশি অনলাইনেও নিতে পারবে।’
এর আগে গত ১২ জানুয়ারি ক্লাস সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস সশরীরে শুরু হবে। সরকার লকডাউন ঘোষণা করলেই কেবল অনলাইনে ক্লাস নেওয়া হবে।