চবি ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৪২০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন ও সদস্য রয়েছেন ৬২ জন।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন ও সাধারণ সম্পাদক একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয়।
আরও পড়ুন : আজ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
এর আগে, ২০২৩ সালের ১২ আগস্ট চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা থাকলেও তা হতে প্রায় ২৫ মাস সময় লেগেছে।
আরও পড়ুন : কমতে পারে গরম, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
উল্লেখ্য, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই বছর। সেই হিসেবে চবি ছাত্রদলের আংশিক কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)