জবি ছাত্রদল নেতাকে প্রেমঘটিত কারণে খুন, সন্দেহ পুলিশের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে প্রেমঘটিত কারণে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জুবায়েদ হোসাইনকে তার ছাত্রী পছন্দ করতেন আর সেই ক্ষোভ থেকে ওই ছাত্রীর প্রেমিক তার বন্ধুদের সঙ্গে নিয়ে জুবায়েদকে হত্যা করেন, প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে।
তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটি দাবি করেছে, খুনের বিষয়ে তিনি কিছুই জানতেন না।
আজ সোমবার (২০ অক্টোবর) গণমাধ্যমকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব কথা জানান।
রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি বলেছে, তার সঙ্গে মাহির রহমানের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল।
এর আগে গতকাল রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
লালবাগ জোনের পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকায় কালো টি-শার্ট ও কালো ব্যাগ পিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, এরা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।
এদিকে গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ১১টার দিকে ওই ছাত্রীকে হেফাজতে নেয় পুলিশ।
নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।