জাপানের এনইএফ বৃত্তি পেলেন জাবির ২৬ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী জাপানের নাগোয়া এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি লাভ করেছে। ২০২০ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি দেওয়া হয়েছে। প্রতি বছর পরিবেশ সংরক্ষণ এবং গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।
আজ রোববার পরিবেশ বিজ্ঞান বিভাগের কনফারেন্স রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়।
এ বছর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ১৪ জন, উদ্ভিদ বিজ্ঞানের পাঁচজন, প্রাণিবিদ্যার দুইজন, মাইক্রোবায়োলজির একজন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির দুইজন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দুইজন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়।
বাংলাদেশ এনইএফ বৃত্তি কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএইচএম সা’দৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তি বাছাই কমিটির সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান।
এছাড়া পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিনসহ বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, এই বৃত্তি ভবিষ্যতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা পাবে। শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে কাজ করবে। পরিবেশ নিয়ে গবেষণায় নিজেদের মনোনিবেশ করবে।