জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রকৃতির সবুজ গালিচায় লাল ইটের ইমারতের এই ক্যাম্পাস ভর্তি হওয়ার স্বপ্ন থাকে সবার। শুধু সৌন্দর্য নয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে এ বিশ্ববিদ্যালয়ের খ্যাতি রয়েছে।
তাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে আসে।
তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সময়সূচি, আসন, মানবণ্টন, আবেদনের যোগ্যতা ও পরীক্ষার ধরনসহ খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই আলোচনা।
আবেদন করতে পারবে যারা
প্রতিবারের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। অর্থাৎ ২০১৮ সাল ও তার পরবর্তী বছরের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও ২০১৬ থেকে পরবর্তী বছর সমূহে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে এবং ২০২০ বা ২০২১ সালের এ লেভেল পরীক্ষায় কমপক্ষে দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনকারীর ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি (B) গ্রেড ও তিনটি বিষয়ে কমপক্ষে সি(C) গ্রেড থাকতে হবে।
ইউনিট পরিচিতি
এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর পরীক্ষা ‘এ’ ইউনিটে, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের পরীক্ষা ‘বি’ ইউনিটে, কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা ‘সি’ ইউনিটে, জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা ‘ডি’ ইউনিটে এবং
ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা ‘ই’ ইউনিটে অনুষ্ঠিত হবে।
কোন ইউনিটে কত আসনস ন ?
এ বছর বিশ্ববিদ্যালয়ের ছঢ অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও তিন ইনস্টিটিউট মিলিয়ে মোট আসন সংখ্যা থাকছে ১ হাজার ৮৮৯টি। এর মধ্যে ছাত্র ৯৫০ এবং ছাত্রীদের জন্য আসন রয়েছে ৯৩৯টি।
এ ইউনিট
‘এ’ ইউনিট মোট আসন সংখ্যা ৪৬৬ টি।
৪৬৬ টি আসনের মধ্যে ছেলেদের জন্য ২৩৮টি ও মেয়েদের জন্য ২২৮টি আসন রয়েছে।
‘এ’ ইউনিটের বিভাগভিত্তিক আসনসংখ্যা হলো-
রসায়ন বিভাগে ৭০টি (ছেলে- ৩৫, মেয়ে-৩৫), পদার্থ বিজ্ঞান বিভাগে ৭০টি (ছেলে-৩৫, মেয়ে-৩৫), গণিত বিভাগে ৭৫টি (ছেলে-৪০, মেয়ে-৩৫), পরিসংখ্যান বিভাগে ৬৫টি (ছেলে-৩৫, মেয়ে-৩০), ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে ৪০টি (ছেলে-২০, মেয়ে-২০), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি (ছেলে- ২৫, মেয়ে-২৫) পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪০টি (ছেলে-২০, মেয়ে-২০) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ৫৬ টি (ছেলে- ২, মেয়ে- ২৮) আসন রয়েছে।
‘বি’ ইউনিট
এই অনুষদে বর্তমানে আসন সংখ্যা ৩৮৬ টি। এর মধ্যে ছেলেদের জন্য ১৯৩টি ও মেয়েদের জন্য ১৯৩টি আসন বরাদ্দ রয়েছে।
এই ইউনিটে বিভাগভিত্তিক আসনসংখ্যা হলো-
সরকার ও রাজনীতি বিভাগে ৬৬টি (ছেলে-৩৩, মেয়ে-৩৩), নৃবিজ্ঞান বিভাগে ৪০টি (ছেলে-২০, মেয়ে-২০), নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪০টি (ছেলে-২০, মেয়ে-২০) অর্থনীতি বিভাগে ৭০টি (ছেলে-৩৫, মেয়ে-৩৫), ভূগোল ও পরিবেশ বিভাগে ৬০টি (ছেলে- ৩০, মেয়ে-৩০), লোক প্রশাসন বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫) এবং আইন বিভাগে ৬০টি (ছেলে-৩০, মেয়ে-৩০) আসন রয়েছে।
‘সি’ ইউনিট
এই অনুষদে আসন সংখ্যা ৪৬৭টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৩৪টি এবং মেয়েদের জন্য ১৩৩টি আসন বরাদ্দ রয়েছে। এই ইউনিটের বিষয়ভিত্তিক আসনসংখ্যা হলো--
ইংরেজি বিভাগে ৭০টি (ছেলে-৩৫, মেয়ে- ৩৫), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৭০টি (ছেলে-৩৫, মেয়ে-৩৫), জার্নালিজম
অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩৬টি (ছেলে-১৮, মেয়ে- ১৮), বাংলা বিভাগে ৬০টি (ছেলে- ৩০, মেয়ে-৩০), ইতিহাস বিভাগে ৬০টি (ছেলে-৩০, মেয়ে-৩০), দর্শন বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫), প্রত্নতত্ত্ব বিভাগে ৩০টি (ছেলে-১৫, মেয়ে-১৫), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ২৬টি (ছেলে-১৩, মেয়ে-১৩), চারুকলা বিভাগে ৩৫টি (ছেলে-১৮, মেয়ে-১৭) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৩০টি (ছেলে-১৫, মেয়ে-১৫) আসন রয়েছে।
‘ডি’ ইউনিট
এই অনুষদে মোট আসন সংখ্যা ৩২০টি। এর মধ্যে ছেলেদের জন্য ১৬০টি এবং মেয়েদের জন্য ১৬০টি আসন বরাদ্দ রয়েছে। এই ইউনিটের বিষয়ভিত্তিক আসনসংখ্যা হলো-
ফার্মেসি বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫), প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগে ৬০টি (ছেলে- ৩০, মেয়ে-৩০), মাইক্রোরায়োলজি বিভাগে ৩৬টি (ছেলে-১৮, মেয়ে-১৮), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৪টি (ছেলে-১২, মেয়ে-১২), উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৬০টি (ছেলে-৩০, মেয়ে-৩০), প্রাণিবিদ্যা বিভাগে ৫০টি (ছেলে -২৫, মেয়ে-২৫) এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ৪০টি (ছেলে-২০, মেয়ে-২০) আসন রয়েছে।
‘ই’ ইউনিট
এই অনুষদে মোট আসন সংখ্যা ২৫০টি। এর মধ্যে ছেলে-মেয়ে উভয়ের জন্য ১২৫টি করে আসন রয়েছে। এই ইউনিটের বিষয়ভিত্তিক আসনসংখ্যা হলো-
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫),
মার্কেটিং বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে- ২৫) এবং আইবিএ (জেইউ) তে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫) আসন রয়েছে।
ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে ‘এ’ ও ‘ডি’ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
‘এ’ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৪ থাকতে হবে৷
‘বি’ ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং আইন অনুষদের জন্য পৃথকভাবে জিপিএ ৪ লাগবে।
‘সি’ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
‘ডি’ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৪ থাকতে হবে।
‘ই’ ইউনিটের ব্যবসায় শিক্ষা অনুষদে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং আইবিএ (জেইউ) অনুষদে পরীক্ষা দেয়ার জন্য জিপিএ ৪ থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়
মে মাসের ১৮ তারিখ থেকে অনলাইনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ, বি, সি ও ই ইউনিটের জন্য ৯০০ টাকা এবং ডি ইউনিটের জন্য ৬০০ টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ বিকাশ কিংবা রকেট মাধ্যমে প্রদান করতে হবে৷
পরীক্ষার ধরন
সকল ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ৫৫ মিনিট এবং পাস নম্বর ন্যূনতম ৩৩%। তবে ভর্তির জন্য বিষয় ভিত্তিক নির্ধারিত নম্বর পেতে হবে।
ইউনিট ভিত্তিক মানবন্টন
‘এ’ ইউনিটে গণিতে ২২, রসায়নে ২২, পদার্থবিজ্ঞানে ২২, বাংলায় ৩, ইংরেজি ৩ ও আইটিতে ৮ নম্বরের, ‘বি’ ইউনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ গণিতে ৫ এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিতে ২৫ নম্বরের, ‘সি’ ইউনিটে বাংলায় ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে ৫০ নম্বরের, ‘ডি’ ইউনিটে রসায়নে ২৪, উদ্ভিদ বিজ্ঞানে ২২, প্রাণীবিদ্যায় ২২, বাংলা ও ইংরেজিতে ৮ এবং বুদ্ধিমত্তায় ৪ নম্বরের এবং ‘ই’ ইউনিটে বাংলায় ১০, ইংরেজিতে ৩০, গণিতে ২৫ ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলিতে ১৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি
আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিফট পদ্ধতিতে হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ( juniv-admission.org) ঘুরে আসুন।