ঢাবির হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি ছাত্র পরিষদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার আগে আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা।
তবে এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়।
ওই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে নেওয়া হবে বলা হয়। জানানো হয়, অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাগুলো তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাবকেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আখতার হোসেন স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাগুলো নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এমন সময়োপয়োগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক। কিন্তু আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের বিষয়টি শিক্ষার্থীদের মাঝে প্রচণ্ড উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
তারা জানায়, বিশেষ করে নারী ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য এই সময়ে ঢাকায় থাকার জায়গার ব্যবস্থা করা অনেকের পক্ষে সম্ভবপর নয়। ইতোমধ্যে পরীক্ষার্থীরা আবাসনের জন্য হল খুলে দেওয়ার পক্ষে বিভিন্ন মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশানুরূপ কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের এই যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একমত পোষণ করছে। তাই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের উদ্ভূত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়া সাপেক্ষে পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছে।