শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রায় ১৫ কিমি হাঁটলেন রাবি অধ্যাপক
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নীরব পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান। এক জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি প্রায় ১৫ কিলোমিটার হেঁটেছেন।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু করেন তিনি। এক জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে হাতে ব্যানার ধরে তিনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী কলেজ, সরকারি নিউ ডিগ্রী কলেজ, মেডিকেল কলেজ, রুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দিয়ে প্রায় ১৫ কিলোমিটার হেঁটে আবারও বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে ফিরে পদযাত্রা শেষ করেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কিছু লিফলেটও বিতরণ করেন তিনি।
করোনার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তেমন সম্পর্ক নেই জানিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করতে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানান তিনি।
অধ্যাপক ড. ফরিদ খান বলেন, আজকের এই পদযাত্রার মূল উদ্দেশ্য হলো, মহামারি করোনার কারণে দেশের শিক্ষাব্যবস্থা স্থবির হয়ে আছে। এখন যথেষ্ট সময় হয়েছে, আমরা মনে করি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা উচিত। ইউনিসেফ বা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের মাত্র ১১টি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা যেহেতু একটি নিত্য সেবা, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।